ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

সারিয়াকান্দির কাজলা ইউপি নির্বাচন স্থগিত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
সারিয়াকান্দির কাজলা ইউপি নির্বাচন স্থগিত

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সঙ্গে সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের আন্তঃসীমান্ত জটিলতার মামলায় হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।



সোমবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান ও উপজেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তারা জানান, কাজলা ইউনিয়নের জামথল চরের আমজাদ হোসেন ফকির এ নিয়ে হাইকোর্টে মামলা করেন। গত ১৬ মার্চ কাজলা ইউনিয়নের ভোটগ্রহণ ৩ মাসের জন্য স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।