ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বানারীপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বানারীপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলা সদর ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী আবুল কালাম আজাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।  
  
সোমবার (২১ মার্চ) দুপুরে ইউনিয়নের আলতা গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
  
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জলিল ঘরামীর সমর্থকরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ এর বাড়িতে দুপুরে অতর্কিত হামলা চালায়। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদের বাড়ি এবং চাচাতো ভাই মুন্না মাঝির বাড়ির বেশ কয়েকটি ঘরে ভাঙচুর চালায় তারা।   
  
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মুহূর্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়।  
  
হামলাকারী কাউকে খুঁজে না পাওয়া গেলেও প্রার্থী আবুল কালাম আজাদের বাড়িঘরে বিভিন্ন মালামাল ভাঙচুর অবস্থায় দেখা যায়। পরে আহত দুই জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।  
  
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  
  
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬            
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।