ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গাইবান্ধা জেলা আ’লীগের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গাইবান্ধা জেলা আ’লীগের শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাইবান্ধা জেলা ও উপজেলা শাখাসমূহের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সোমবার (২১ মার্চ) দুপুরে শ্রদ্ধা নিবেদন করা হয়।



এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি ও ছাত্রলীগের সাবেক সভাপতি সহ-সম্পাদক মাহমুদ হাসান রিপন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস্-উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন গাইবান্ধা সদর উপজেলার সভাপতি রেজাউল করিম রেজা, গাইবান্ধা সদর উপজেলার সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, পৌর শাখা গাইবান্ধার সভাপতি অ্যাভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, পৌর শাখা গাইবান্ধার সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুনজুরুল ইসলাম লিটন এমপি, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি ডা. ইউনুছ আলী সরকার এমপি, সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব, পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আবু বক্কর প্রধান, পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম লিপন, সাঘাটা উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, সাঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম সামশীল আরেফিন টিটু,  ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি জি এম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোটেক নুরুল আমীন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।