ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

পাবনায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
পাবনায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৯

পাবনা: পাবনা শহরের পৈলানপুর মোড়ে অটোবাইকের স্ট্যান্ড বসানো নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে নয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।



সোমবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় নজরুল (৪৫), জনি (৩৩), পাপ্পু (৩৮), আশরাফ (৪৫), সাচ্চু (২৮), শফিকুল (২২), দুলাল (৩৭), আব্বাস (৪০), সুমনকে (২৬) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা পৌরসভার গোবিন্দা মহল্লার আওয়ামী লীগ নেতা বাদল ও তার সমর্থকরা শহরের রূপকথা গলিতে শহীদ আমিন উদ্দীন আইন কলেজ মাঠে সিএনজি চালিত অটোবাইকের স্ট্যান্ড বসানোর উদ্যোগ নেন। এসময় পৈলানপুর মহল্লার বাসিন্দা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরিফ ও তার সমর্থকরা এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে নয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হন। গুলির শব্দে মানুষ ভয়ে দিক-বিদিক ছোটাছুটি করতে থাকে। মুহূর্তেই বন্ধ হয়ে যায় সব দোকানপাট।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।