ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিদ্রোহী নিয়ে বিপাকে বিএনপি, সুবিধায় আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বিদ্রোহী নিয়ে বিপাকে বিএনপি, সুবিধায় আ’লীগ

ময়মনসিংহ: রাত পোহালেই ময়মনসিংহের ফুলপুরের ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট। মঙ্গলবার (২২ মার্চ) এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



প্রথম বারের মত দলীয় অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের বিষফোঁড়া হয়ে উঠেছেন বিদ্রোহী প্রার্থীরা। ১০ ইউপিতে ১২ বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে রয়েছে সংসদের বাইরে থাকা দল বিএনপি।

বিদ্রোহী প্রার্থী কম থাকায় ভোটের মাঠে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তাদের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা ৫ জন। তবে এখানে নৌকা ও ধানের শীষের মধ্যেই মূল লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

বিদ্রোহী প্রার্থী নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দাবি করছেন, আওয়ামী লীগের কূটকৌশলে বিএনপির এতো বিদ্রোহী প্রার্থী। অনেক বিদ্রোহী প্রার্থী নিজেকে বিএনপি দলীয় পরিচয় দিলেও তাদের সাধারণ সদস্য পদ পর্যন্ত নেই। শুধুমাত্র তারা শাসক দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন।

তারপরও সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হলে আমাদের জয় নিশ্চিত বলেও দাবি করছেন বিএনপির একপক্ষের নেতারা।

এমন অভিযোগ অস্বীকার করে বিএনপির অন্য পক্ষের নেতা অ্যাডভোকেট এনায়েতুর রহমান অভিযোগ করেন, তৃণমূলের মতামত যাচাই না করেই উপজেলা বিএনপির শীর্ষনেতারা মনোনয়ন বাণিজ্য করেছেন। ফলে প্রায় প্রতিটি ইউপিতেই বিদ্রোহী হয়ে রয়েছেন মনোনয়নবঞ্চিত নেতারা।

অন্যদিকে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, বেশিরভাগ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরাই জয়ী হবেন। কারণ হিসেবে বলছেন, তাদের মধ্যে রয়েছে বেশ সমন্বয়। এছাড়াও ক্ষমতায় থাকলে উন্নয়নও করা যায়। এসব হিসাব-নিকাশ করে ভোটাররা আওয়ামী লীগের  পক্ষেই থাকবেন।

বওলা ইউনিয়ন পরিষদের ভোটার মোস্তাফিজ সরকার বলেন, ‘যে উন্নয়ন করবো হেরেই ভোট দিমু। তয় মার্কা দিয়া গেঞ্জাম হইয়া গেছে। চেয়ারম্যান প্রার্থীগোর ভাব বাইরা গেছে’।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।