ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরগঞ্জে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ঈশ্বরগঞ্জে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।



সোমবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার (১৯ মার্চ) উপজেলা আওয়ামী লীগ ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করে প্রার্থিতা ঘোষণা করে।

সরিষা ইউপির আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার সমর্থকরা সোমবার সকালে নৌকা প্রতীক পেয়ে এলাকায় একটি আনন্দ মিছিল বের করেন। মিছিল শেষে সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণের সময় স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা বাচ্চু মিয়ার লোকজন অতর্কিতে হামলা চালান। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে শাহজাহানের সমর্থক সাইদুল ইসলাম (৫০), হিরা ভূঁইয়া (৪৫), সায়েম (৪০) ও নাজমুল হক (২০)  এবং আনিছুর রহমান বাচ্চু সমর্থক আলতাফ হোসেন (৫৫) ও শহিদ মিয়াকে (৩৪)  স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রুহুল আমিন বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।