ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি ওয়ার্কার্স পার্টির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি ওয়ার্কার্স পার্টির ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় শুধু গভর্নরের পদত্যাগ নয়, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

সোমবার (২১ মার্চ) বিকেল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।



সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ব্যাংকিং সেক্টরেরর সীমাহীন দুর্নীতি, লুটপাট এবং সর্বশেষ রিজার্ভ চুরির ঘটনা বাংলাদেশ ব্যাংকের দুর্বলতার কারণ।

তিনি বলেন, অর্থমন্ত্রী আর্থিক অব্যবস্থাপনার দায় কোনো ভাবেই এড়াতে পারেন না। তাকে পদত্যাগ করতেই হবে।

ফজলে হোসেন বাদশা বলেন, রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থার দায়-দায়িত্ব অর্থমন্ত্রীর ওপর। আমরা চাই অপরাধী চিহ্নিত হোক। তার মানে এই নয় অর্থমন্ত্রী দায় এড়াতে পারেন। বর্তমান অর্থমন্ত্রী রাজনীতির ঘাড়ে দোষ চাপিয়ে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেননি। অন্যের ঘাড়ে বন্ধুক রেখে নিজে বাঁচার চেষ্টা করছেন। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮শ’ কোটি টাকা চুরির ঘটনায় অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে পদত্যাগ করতে বলেছেন। অথচ হলমার্ক কেলেংকারির সাড়ে ৪ হাজার কোটি টাকা লোপাটের ঘটনাকে কিছুই না বলে অবিহিত করেছেন। বিশ্বব্যাংক টাকা দেবে বলে ছয়মাস পদ্মাসেতুর কাজ ঝুলিয়ে রেখেছেন। কোনোভাবেই টাকা চুরির এই ঘটনার দায় এড়াতে পারেন না তিনি।

অর্থমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে বাদশা বলেন,  আমরা বেসিক ব্যাংক কেলেংকারি তদন্ত ও তদন্ত রিপোর্টের ভিত্তিতে হোতাদের গ্রেফতারের দাবি জানিয়েছিলাম। তার ববস্থা নেননি কেনো?

অর্থমন্ত্রী বাংলাদেশ বোঝেন না উল্লেখ করে ফজলে হোসেন বাদশা বলেন, আপনি বিশ্বব্যাংকে চাকরি করেছেন সেখানে কেরানি ছিলেন নাকি টাইপিস্ট ছিলেন তা কেউ জিজ্ঞাসা করেনি। পদ্মাসেতু করতে বিশ্বব্যাংককে ডেকে এনেছিলেন। কিন্তু বিশ্বব্যাংক শুধু ব্যাংক নয়, এটি রাজনৈতিক প্রতিষ্ঠান। স্বার্থ না থাকলে বিশ্বব্যাংক ঋণ দেয়না। আপনি বাংলাদেশকে ছোট করতে চেয়েছেন। সেই অধিকার আপনার নেই।
 
তিনি বলেন, আমরা যতটুকু শুনি এবং জানি  চীন, রাশিয়া, ভারত ও মালয়েশিয়া বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে অর্থমন্ত্রী এর বিরোধিতা করেন। আমি বলবো আপনি মন্ত্রণালয়ে বসে জাতীয় স্বার্থ বিরোধী কাজ করতে পারেন না।

বাদশা আরো বলেন, আমরা কোনো ব্যক্তিকে অপমান করার জন্য এখানে দাঁড়াইনি। দেশের ভালমন্দ দেখার দায়িত্ব প্রধানমন্ত্রীর। আমরা প্রধানমন্ত্রীর কাছে মাথানত করতে পারি, কিন্তু অর্থমন্ত্রীর কাছে মাথানত করতে পারি না।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান, কেন্দ্রীয় বিকল্প সদস্য কামরুল আহসান, মোস্তফা আলমগীর রতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসএমএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।