ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

পরশুরামে নির্বাচন স্থগিত ৩ ইউপিতে গণশুনানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
পরশুরামে নির্বাচন স্থগিত ৩ ইউপিতে গণশুনানি

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন স্থগিত বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুনানিতে প্রার্থীদের অভিযোগ শোনেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শাহেদ উন নবী চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের তদন্ত কমিটি।

 

সোমবার (২১ মার্চ) বিকেলে উপজেলা নির্বাচন অফিসে ৩ ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যদের বিভিন্ন অভিযোগ শোনেন তদন্ত কর্মকর্তারা। এ সময় প্রত্যেক প্রার্থী গোপনে তদন্ত কমিটির কাছে তাদের মতামত ব্যক্ত করেন।

গত ৮ মার্চ পরশুরামের মির্জানগর, চিথলিয়া ও বকসমাহমুদ ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

পরে নির্বাচনের অনিয়ম তদন্ত করতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শাহেদ উন নবী চৌধুরীর নেতৃত্বে চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

১৪ মার্চ ওই ৩টি ইউনিয়নের নির্বাচন নিয়ে গণশুনানির নোটিশ জারি করা হয়। নোটিশে ২১ মার্চ বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস ও ২২ মার্চ বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসে সর্বসাধারণকে উপস্থিত হয়ে মতামত পেশ করতে অনুরোধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।