ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

আ’লীগের ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আ’লীগের ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

ময়মনসিংহ: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে।

সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধূভূষণ দাস জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।



বহিষ্কৃতরা হলেন- স্থানীয় মাওহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন স্বপন, ৪নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য খসরুজ্জামান বাবুল, ৯নং ভাঙনামারি ইউনিয়নে জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মফিজুন নূর খোকা, ২নং ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন ও এ ইউনিয়নের সহ-সভাপতি নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।