ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

দিনাজপুরে ৬৫ কেন্দ্রের ৫১টি ঝুঁকিপূর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
দিনাজপুরে ৬৫ কেন্দ্রের ৫১টি ঝুঁকিপূর্ণ

দিনাজপুর: দিনাজপুরে দুই উপজেলায় প্রথম ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।  

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন বাংলানিউজকে জানান, ঘোড়াঘাট উপজেলার ৪টি ও হাকিমপুর উপজেলার ৩টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোড়াঘাটের ৪টি ইউনিয়নের ৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮টি অতি ঝুঁকিপূর্ণ ও হাকিমপুরের ৩টি ইউনিয়নে ২৭টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ‍এসব কেন্দ্রে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্র জানায়, ঘোড়াঘাটের ৪টি ইউনিয়নে  ২৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৫৬ জন মহিলা সদস্য প্রার্থী ও ১৫৯ জন সাধারণ সদস্য প্রার্থী রয়েছেন।

এছাড়া হাকিমপুরের ৩টি ইউনিয়নে ১৪ চেয়ারম্যান প্রার্থী, ৪৩ জন মহিলা সদস্য প্রার্থী ও ১১৫ জন সাধারণ সদস্য প্রার্থী রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।