ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বেতাগীতে প্রার্থীসহ ৫ জনকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বেতাগীতে প্রার্থীসহ ৫ জনকে কুপিয়ে জখম

বরগুনা: বরগুনার বেতাগীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বেতাগী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বশিরুল আলম পলাশ নামে এক সদস্য প্রার্থীসহ পাঁচজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।  
 
সোমবার (২১ মার্চ) বিকেলে ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

 
 
আহত ব্যক্তিরা হলেন- সদস্য প্রার্থী বশিরুল আলম পলাশ, তার মামা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল কুদ্দুস, গোলাম মোস্তফা, জসিম উদ্দিন ও বশির।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী কামাল হোসেন মৃধার নেতৃত্বে তার সমর্থকরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বশিরুল আলম, তার মামা আব্দুল কুদ্দুস, গোলাম মোস্তফা, জসিম উদ্দিন ও বশিরকে দা দিয়ে কুপিয়ে জখম করে।  
 
তাদের উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে প্রার্থী বশিরুল আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
বশিরুল আলমের মামা আব্দুল কুদ্দুস বাংলানিউজকে জানান, এলাকায় ভীতি সৃষ্টি করতেই এ হামলা চালানো হয়েছে।  
 
এ বিষয়ে বেতাগী সদর ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার স্বপন সাহা বাংলানিউজকে বলেন, এ ঘটনাটি জেনেছি। বেতাগী থানাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।  
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬           
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।