ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

দৌলতপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
দৌলতপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইশারত হোসেন হাম্বলীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

সোমবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের আমতলী বাজারে এ ঘটনা ঘটে।

এতে আরশেদ নামে একজন আহত হন।

স্থানীয়রা জানান, জিয়নপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইশারত হোসেন হাম্বলী তার সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেনের শতাধিক সমর্থক লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

তারা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের একটি মোটরসাইকেল ও মাইক ভাঙচুর করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ-আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।