ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কক্সবাজারের ১৬ ইউনিয়নে ভোটযুদ্ধ মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
কক্সবাজারের ১৬ ইউনিয়নে ভোটযুদ্ধ মঙ্গলবার

কক্সবাজার: জেলার ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটযুদ্ধ মঙ্গলবার। এর মধ্যে মহেশখালীর ও কুতুবদিয়ার ৬টি ও টেকনাফের ৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।



নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কক্সবাজার জেলা নির্বাচন অফিস। নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রতিটি ভোটকেন্দ্রে ৮ জন পুলিশ ও ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও উপজেলা পর্যায়ে র‌্যাবের ৩টি দল এবং বিজিবির ৪০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনী অপরাধগুলোর সংক্ষিপ্ত বিচারের জন্য কুতুবদিয়া উপজেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাব উদ্দিন, টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অরুণ পাল ও মহেশখালীতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেজাম উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ৩ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।   এ উপলক্ষে সংশ্লিষ্ট ইউপিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।   রোববার মধ্যরাতেই শেষ হয়েছে মিছিল-মিটিংসহ প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা।

মহেশখালী উপজেলার ৬টি ইউনিয়নে এবার চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩৩ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন ৭৩ জন এবং সাধারণ সদস্য প্রার্থী রয়েছেন ৩০৬ জন। ইউনিয়নগুলো হলো ছোট মহেশখালী, বড় মহেশখালী, ধলঘাটা, হোয়ানক, কুতুবজোম ও মাতারবাড়ী। এই ৬ ইউনিয়নে মোট ১ লাখ ৬৮ হাজার ৮৩১ জন ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য প্রার্থী নির্বাচন করবেন। মহেশখালীতে ৭৪টি ভোটকেন্দ্রের ৩৯৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ হবে।

কুতুদিয়া উপজেলার ৬টি ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ২৯ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন ৬০ জন এবং সাধারণ সদস্য প্রার্থী রয়েছেন ২০৩ জন। ইউনিয়নগুলো হলো আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণ ধুরং, কৈয়ারবিল, লেমশীখালী, উত্তর ধুরং। এসব ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৮১ হাজার ৯৭৭ জন। কুতুবদিয়ায় ৫৪টি ভোটকেন্দ্রের ১৮৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ হবে।

টেকনাফ উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থী রয়েছেন ২৯ জন, সংরক্ষিত নারী আসনের প্রার্থী ৪৪ জন ও সাধারণ সদস্য প্রার্থী ২১৬ জন। ইউনিয়নগুলো হলো বাহারছড়া, সেন্ট মার্টিন, টেকনাফ সদর ও সাবরাং। ওই ৪ ইউনিয়নে মোট ভোটার ৭৬ হাজার ৭৭৭ জন। ইউনিয়নগুলোর ৩৬টি ভোটকেন্দ্রের ২১৬টি স্থায়ী ভোটকক্ষ ও ৪১টি অস্থায়ী ভোটকক্ষে ভোটগ্রহণ হবে।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বাংলানিউজকে জানান, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন প্রথম ধাপে জেলার মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ উপজেলার ১৯টি ইউনিয়নের তফসিল ঘোষণা করে। পরে আইনি জটিলতায় পড়ে টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল পরিবর্তন করা হয়। পরিবর্তিত সময়সূচি অনুসারে ওই দুইটি ইউনিয়নে নির্বাচন হবে ২৭ মার্চ। একইভাবে আইনি মারপ্যাঁচের কারণে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নির্বাচন সোমবার স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।