ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ছাত্রলীগ নেতার বাসা থেকে ১৬ ককটেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ফেনীতে ছাত্রলীগ নেতার বাসা থেকে ১৬ ককটেল উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলায় ছাত্রলীগের এক নেতার বাসা থেকে ১৬টি ককটেল ও ককটেল তৈরির প্রায় ৩ কেজি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ রায়হানের বাসা থেকে এসব উদ্ধার করা হয়।



দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে দাগনভূঞা পৌর যুবলীগের সভাপতি শাহাজাহান সাজুর ওপর হামলার ঘটনায় রাতেই রায়হানকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাতে দাগনভূঞার বসুরহাট রোডের পলাশের গ্যারেজের দোতলায় রায়হানের বাসায় অভিযান চালায় পুলিশ।

এ সময় বাসা থেকে ১৬টি ককটেল, ককটেল তৈরির প্রায় ৩ কেজি সরঞ্জাম, ইয়াবা সেবনের দুটি বড় ফয়েল উদ্ধার ও একটি কম্পিউটার জব্দ করে পুলিশ।
 
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।