ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

তালায় ভোটারদের মধ্যে ব্লাউজ পিস বিতরণকালে আটক ১

ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
তালায় ভোটারদের মধ্যে ব্লাউজ পিস বিতরণকালে আটক ১

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের পক্ষে ভোটারদের প্রভাবিত করতে ব্লাউজের পিস বিতরণকালে আব্দুর রশিদ সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (২১ মার্চ) দিনগত রাত পৌনে ১২টার দিকে তালা সদর ইউনিয়ন পরিষদের আটারই এলাকা থেকে তাকে আটক করা হয়।



আব্দুর রশিদ সরদার ওই ইউনিয়নের শিবপুর গ্রামের নছিমুদ্দিন সরদারের ছেলে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা বাংলানিউজকে জানান, রাতে আব্দুর রশিদ সরদার ভোটারদের মধ্যে ব্লাউজের পিস বিতরণ করছিলেন। এসময় এলাকাবাসী তাকে আটক করে থানায় সংবাদ দিলে পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।