ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফুলপুরে ৪৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ফুলপুরে ৪৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ফুলপুরের ১০টি ইউনিয়ন পরিষদের ৪৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল থেকে এসব কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



স্থানীয় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৯৬ জন এবং সংরতি সদস্য পদে ১১৯ জন লড়ছেন। এসব ইউনিয়নের ৯৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার রয়েছে ২ লাখ ৪ হাজার ২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪ হাজার ১৮৪ জন এবং নারী ভোটার ৯৯ হাজার ৮৩৯ জন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ৯৫টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩টি।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি ভোট কেন্দ্রে ১৭ জন আনসার ও ৩ জন পুলিশ দায়িত্বে থাকবেন। থাকবে ২০টি মোবাইল টিম। এসব টিমে থাকবেন একজন করে উপ-পরিদর্শক (এসআই) ও ৫ জন কনস্টেবল, জানান ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম।

তিনি আরও জানান, পাশাপাশি থাকবে ৪টি স্ট্রাইকিং রিজার্ভ। মোট দায়িত্ব পালন করবেন ৫২০ জন পুলিশ সদস্য, ২৪ জন র‌্যাব সদস্য ও ৪ জন ম্যাজিস্ট্রেট। আর সদরে থাকবে ৪০ জনের একটি স্ট্যান্ডবাই পার্টি।

বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।