ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে, নিহতের সংখ্যা বেড়ে ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে, নিহতের সংখ্যা বেড়ে ২

নোয়াখালী: নোয়াখালী শহরে ফুটবল খেলা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক কর্মী মারা গেছেন। সংঘর্ষে এ পর্যন্ত দুইজন মারা গেলেন।



নিহত ব্যক্তিরা হলেন ছাত্রকর্মী ওয়াসিম (২২) ও ফজলে রাব্বি রাজিব (২৩)।

মঙ্গলবার (২২ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে ওয়াসিম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এর আগে সোমবার (২১ মার্চ) দিনগত রাত ৮টার দিকে নোয়াখালী সরকারি কলেজ পুরাতন ক্যাম্পাসের পাশে বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, সোমবার বিকেলে ফুটবল খেলা চলাকালীন সময়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এর জের ধরে রাতে রাজীবের বন্ধু ছাত্রলীগের এক পক্ষের সঙ্গে একই এলাকার অন্য পক্ষের ছাত্রলীগ কর্মী সাজু, সুলতান ও সৌরভের ফের কথা কাটাকাটি হলে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে সাজু রাজিবসহ ৩ জনকে গুলি করে।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাজিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ আরেক ছাত্রলীগ কর্মী ওয়াসিমকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

অন্যদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী ইয়াসিন (২৫) চিকিৎসাধীন রয়েছেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যুর তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।