ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ভোট কাটতে গিয়ে ২ জন গুলিবিদ্ধ, ৪ আনসার সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ভোট কাটতে গিয়ে ২ জন গুলিবিদ্ধ, ৪ আনসার সদস্য আহত

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট জালিয়াতির সময় পুলিশের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস ও তার ছোট ভাই রুহুল আমিন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) ভোর রাতে উপজেলার কুমিরা ইউনিয়নের ভাগবাহ ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।



গুলিবিদ্ধদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র বাংলানিউজকে জানায়, রুহুল কুদ্দুস ও রুহুল আমিনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাগবাহ ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের ব্যালট পেপার কেটে বক্স ভর্তি করছিলেন।

দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তাদের বাধা দেওয়া চেষ্টা করলেও তারা প্রভাব বিস্তার শুরু করে। পরে পুলিশ তাদেরকে ধাওয়া করলে তারা পুলিশের উপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়লে দু’জন আহত হন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

অন্যদিকে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশ্চন্দ্রকাটি কেন্দ্রে ভোট কারচুপিতে বাধা দে‍ওয়ায় চার আনসার সদস্যকে পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আহত আনসার সদস্যরা হলেন মিরাজ, কামরুল, ফরিদা ও নারগিস।

কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী আসলামুল হক গভীর রাতে প্রিজাইডিং অফিসারের কাছে থেকে জোর করে ব্যালট নিয়ে বক্স ভর্তি করেছেন- অভিযোগ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার গৌতম ঘোষ বাংলানিউজকে বলেন, বিষয়টি ঊর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

একই উপজেলার দেয়াড়া ইউনিয়নের বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম হোসেন জানান, দুর্বৃত্তরা মধ্য রাতে তার বাড়িতে কমপক্ষে ৫টি বোমা বিস্ফোরণ ঘটায়।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৮টায় সাতক্ষীরার ৭৮টি ইউনিয়নে একযোগে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ করবে ইসি।

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।