ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে ১ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বরিশালে ১ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়।



মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংঘর্ষের সময় প্রায় ৩শ’ ব্যালট পেপার খোয়া গেছে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬/আপডেট:১০১৫
আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।