ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

কোটচাঁদপুরে ভোটারকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
কোটচাঁদপুরে ভোটারকে কুপিয়ে জখম

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরের এলাঙ্গি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বাক-বিতণ্ডার সময় হুমায়ন কবির নামে এক ভোটারকে কুপিয়ে জখম করা হয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহত হুমায়ন বলাবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এলাঙ্গি ইউনিয়নের বলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির হোসেন চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।