ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

হাতিয়ায় ২ নির্বাচন কর্মকর্তা গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
হাতিয়ায় ২ নির্বাচন কর্মকর্তা গুলিবিদ্ধ

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নের স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গুলিতে সহকারী প্রিজাইডিং অফিসার শাহাদাত হোসেন ও পোলিং অফিসার আব্দুল আউয়াল গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন আহমদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মুহিনের সমর্থকরা কেন্দ্র দখল-পাল্টা দখলের চেষ্টা চালায়। এ সময় তাদের মধ্যে গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই নির্বাচন কর্মকর্তা গুলিবিদ্ধ হন।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভোটগ্রহণ সাময়িক স্থগিত আছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিসুল হক দু’জন গুলিবিদ্ধ হওয়ার তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬          
এমজেড  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।