ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কোটচাঁদপুরে ২ কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
কোটচাঁদপুরে ২ কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে আহত ৮

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর ইউনিয়নের বহিরগাছি গ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



আহতরা হলেন-শাহআলম, তুহিন, ইকরামুল হক, আনোয়ারুল ইসলাম, আসাদুল হক ও রবিউলসহ আটজন।

স্থানীয়রা জানান, ভোট দেওয়ার স্লিপ সংগ্রহ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও অহেদ আলীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুইজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের আটজন আহত হয়। আহতদের মধ্যে তুহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির হোসেন চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।