ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ভোট দি‌ছি, কোনো সমস্যা হয় নাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ভোট দি‌ছি, কোনো সমস্যা হয় নাই

দোহার থেকে: স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উৎসবের ভোট হচ্ছে ঢাকার দোহার উপজেলায়।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৮টা থেকে শা‌ন্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়।



উপজেলার ৮ ইউ‌নিয়নের মধ্যে ৫ ইউ‌নিয়নে ভোটগ্রহণ হচ্ছে।

এর মধ্যে বিলাসপুর ইউ‌নিয়নের বি‌ভিন্ন কেন্দ্রে উৎসবের ভোট দেখা গেছে। এ কেন্দ্রে লাইন ধরে নারী-পুরুষকে ভোট দিতে দেখা যায়। তবে নারী ভোটারের উপ‌স্থি‌তি চোখে পড়ার মতো।

এ কেন্দ্রে ৯৭৬ ‌ভোটারের মধ্যে নারী ৪৮৫ জন ও পুরুষ ৪৯১ জন।

সকাল সাড়ে ৯টায় ভোট দিয়ে রাধানগর এলাকার বৃদ্ধা র‌হিমা বেগম বলেন, ভোট দি‌ছি, কোনো সমস্যা হয় নাই।

একই এলাকার ৬৫ বছর বয়সী হাশেম খান লাইনে দাঁড়িয়ে বলেন, ভালো ভোট হচ্ছে।

অাওয়ামী লীগের একজন বিদ্রোহীসহ দু’জন ও বিএনপি‌ সম‌র্থিত একজনসহ এখানে চেয়ারম্যান প্রার্থী তিনজন।

অার সাধারণ মেম্বার পদে দু’জন পুরুষ ও সংর‌ক্ষিত নারী পদে দু’জন প্র‌তিদ্ব‌ন্দ্বিতা করছেন।
প্রিজাই‌ডিং অ‌ফিসার এসএএম সে‌লিম বলেন, সকাল ৮টার অাগে থেকে লাইন পড়ে যায়। ভোট কেন্দ্রে নারীদের উৎসাহ বেশি দেখা গেছে।

দায়িত্বরত এক পু‌লিশ কর্মকর্তা বলেন, শা‌ন্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। কোনো সমস্যা হলে শক্ত হাতে দমন করবো।

বিলাসপুর ইউ‌পিতে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হ‌চ্ছে।

বাংলা‌দেশ সময়: ১০২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এমঅাইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।