ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলায় ৩ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ভোলায় ৩ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

ভোলা: ভোলা সদরের বাপ্তা ও বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের তিন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জন করেন।



চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের বিএনপি প্রার্থী হাসান তৌফিক রিহিন, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী নুরুল আমিন নীরব ও একই ইউনিয়নের বিএনপির প্রার্থী শেখ সাদী হাওলাদার।

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, জাল ভোট ও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে তারা ভোট বর্জন করেন।

এদিকে, বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এছাড়া বিচ্ছিন্ন সসিংসতায় কমপক্ষে ৫০ জন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।