ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রায়গঞ্জে কেন্দ্র দখল, সংঘর্ষ, আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
রায়গঞ্জে কেন্দ্র দখল, সংঘর্ষ, আহত ৭

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা আওয়ামী লীগ সভাপতির নেত্বত্বে কেন্দ্র দখল, জালভোট দেওয়া, বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে।



মঙ্গলবার (২২ মার্চ) সকালে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের জানকীগাঁতী-বারইভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এসব ঘটনা ঘটে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন নাজির বলেন, ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারার প্রতিবাদ করলে বিএনপি ও আমার এজেন্টদের মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।

পরে বিএনপি সমর্থকরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমার চোখের সামনে আনারস ভোটারের ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারা হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলে সহকারী পুলিশ সুপার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।  

বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, সকাল থেকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিন্নাহ আল মাজী ও তার ছেলে হাসানের নেত্বত্বে একদল সমর্থক জানকীগাঁতী-বারইভাগ ভোটকেন্দ্র দখল করে জালভোট এবং ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারে। এ সময় আমার এজেন্টরা বাধা দেওয়ায় তাদের মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগ কর্মীদের মারপিটে আমার ৫/৬ জন সমর্থক আহত হয়েছে।
 
ওই কেন্দ্রের দায়িত্বে থাকা ধানের শীষ প্রতীকের এজেন্ট ইকবাল হোসেন ও সাইদুল ইসলাম বলেন, কেন্দ্রের ভেতরে বহিরাগত লোকজন এসে নৌকা প্রতীকে সিল মারার জন্য ভোটারদের চাপ দেয়। এর প্রতিবাদ করায় আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আলমাজীর ছেলে হাসান ও তার লোকজন আমাদের মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেয়।

এসব অভিযোগ অস্বীকার করে জিন্নাহ আলমাজী বলেন, এখানে আওয়ামী লীগের ভোট বেশি বিএনপি সুবিধা  করতে পারবে না, তাই এসব অপপ্রচার চালাচ্ছে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আক্তার জানান, ওই কেন্দ্রে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।