ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুর জেলা আ’লীগ

সভাপতি সুবল, সাধারণ সম্পাদক মাসুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
সভাপতি সুবল, সাধারণ সম্পাদক মাসুদ

ফরিদপুর: ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদে অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ মাসুদ হোসেনকে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শীর্ষ দুই পদে তাদের নাম ঘোষণা করেন দলীয় সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি।



নতুন সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা বিদায়ী কমিটির সহ সভাপতি ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।  

দীর্ঘ ১১ বছর পর আওয়ামী লীগের এ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে। সকালে সম্মেলনের উদ্বোধন করেন সৈয়দ আশরাফুল ইসলাম। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি  অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন ও বি এম মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় সদস্য মো. আব্দুর রহমান এমপি, এস এম কামাল হোসেন, হাবিবুর রহমান সিরাজ, সাইফুল আহাদ সেলিম ও সাবেক ছাত্রনেতা লিয়াকত সিকদার।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।