ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কুসুমহাটিতে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
কুসুমহাটিতে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত

ঢাকার দোহার থেকে: দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চরকোসাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

অভিযোগ এসেছে, কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সহায়তায় ব্যালটে সিল দেওয়া নিয়ে এ সংঘর্ষ বাঁধে।

মঙ্গলবার (২২ মার্চ) ভোট শেষ হওয়ার আগে আগে বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে ৩টার দিকে মেম্বার প্রার্থী শেখ শামসুজ্জামানের সমর্থকরা প্রিজাইডিং অফিসারের সহায়তায় মোরগ মার্কায় সিলি মারছিলেন। এ সময় আরেক প্রার্থী আসাদুজ্জামান আশা ও তার লোকজন বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে আশা, তার ভাই আতাহার আলী আতা ও মুকুল নামে একজন আহত হন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

প্রিজাইডিং অফিসার এরশাদ হোসেন ঘটনা অস্বীকার করে বাংলানিউজকে বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি।

এদিকে নারিশা ইউনিয়নের মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষের আতঙ্কে শেষ দিকে ভোটগ্রহণে দেখা দেয় জনমনে শঙ্কা।

এছাড়া সার্বিকভাবে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এমঅাইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।