ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

টুঙ্গীপাড়ায় ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
টুঙ্গীপাড়ায় ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

গোপালগঞ্জ:  জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

এ সময় ওই কেন্দ্রে ১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে।

পুলিশ সংঘর্ষ ঠেকাতে ১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল তিনটার দিকে গুয়াধানা বেনী মাধব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেম্বার প্রার্থী বাসুদেব মণ্ডলের (ফুটবল) সমর্থক জাল ভোট দিতে গেলে অপর মেম্বার প্রার্থী সঞ্জয় পাটোয়ারীর (মোরগ) সমর্থকরা তাতে বাধা দেয়। এ নিয়ে বুথের মধ্যে দুই প্রার্থীর এজেন্টদের কথা কাটাকাটি হয়। এ খবর বাইরে ছড়িয়ে পড়লে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিপ্লব কুমার সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষ চলাকালে ১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।