ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

অধিকাংশ ইউপিতেই কারচুপি হয়েছে: বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
অধিকাংশ ইউপিতেই কারচুপি হয়েছে: বিএনপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মঙ্গলবার (২২ মার্চ) অনুষ্ঠিত অধিকাংশ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেই কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ অভিযোগে কমপক্ষে ৫০টি ইউপির নির্বাচন বাতিল করে নিরপেক্ষতা প্রমাণ করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানায় দলটি।



মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকীব উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে এমন দাবি জানিয়েছে বিএনপি প্রতিনিধিদল।
 
বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বৈঠক শেষে আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, ‘সরকার সমর্থিতরা বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি করেছে। আর এতে সহায়তা করেছে পুলিশ ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত অন্য বাহিনী। ’

‘এসব ঘটনায় মারামারিও হয়েছে। এ ধরনের ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তাও নির্বাচন বাতিল বরতে পারে কিন্তু তারা তা করেননি। কাজেই নির্বাচন সুষ্ঠু হয়নি। ’

৭১২টির মধ্যে অধিকাংশ ইউপিতেই কারচুপি হয়েছে দাবি করে নোমান বলেন, অধিকাংশ ইউপিতে নির্বাচনে ভোটগ্রহণের সময় কারচুপি হয়েছে। এসক ঘটনার অভিযোগে কমপক্ষে ৫০টির নির্বাচন বাতিল করলে ভবিষতে দুস্কৃতিকারীরা আর এ ধরনের অনিয়মের সাহস পাবে না। ’

সিইসির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব কেন্দ্র ১০০ পারসেন্ট দখল হয়েছে, সেখান থেকে বাছাই করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ভোট বাতিলের সিদ্ধান্ত নিন। তবেই নিরপেক্ষতা প্রমাণিত হবে।

সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা অভিযোগ করেন, স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে করার উদ্দেশ্য হচ্ছে ভোটারদের নিরুৎসাহিত করা। এতে ভবিষতে ভোটাররা সংসদ নির্বাচনেও ভোট দিতে উৎসাহ পাবেন না। আর এটাই সরকারের লক্ষ্য।

‘এই নির্বাচনের পুরোটাই বাতিলযোগ্য! কিছুটাও যদি ইসি বাতিল করে তবে  জনগণের আস্থা ফিরে পাবে,’ বলেন তিনি।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা সকালে সিইসির সঙ্গে দেথা করতে চেয়েছিলাম। কিন্তু তখন সময় দেওয়া হয়নি। ভোটগ্রহণের সময় সিইসির সাক্ষাত পেলে আলোচনাটা হয়তো ফলপ্রসু হতো। এখন এটা নিছক একটা আলোচনা। ’

‘তাই সিইসির কাছে দাবি জানাচ্ছি, কারচুপির ‍অভিযোগে কমপক্ষে ৫০ ইউপির নির্বাচন বাতিল করে উদাহরণ সৃষ্টি করুন। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নির্বাচন যে তামাশার নির্বাচন, তা জনগণের কাছে তুলে ধরার জন্যই আমরা অংশ নিয়েছি। শেষ পর্যন্ত থাকবোও।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ইডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।