ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কিবরিয়া হত্যা মামলায় আরিফের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
কিবরিয়া হত্যা মামলায় আরিফের জামিন

সিলেট: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় ১৫ দিনের জামিন পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২২ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ জামিনের এ আদেশ দেন।



আরিফের আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামালের বরাত দিয়ে তার স্বজনরা জানান, মায়ের অসুস্থতা বিবেচনায় নিয়ে হাইকোর্ট এই জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে জামিনের মেয়াদ শেষ হলে তাকে নিম্ন আদালতে আত্মসমপর্ণ করতে বলা হয়।

জামিন আবেদনে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহম্মদ মমতাজউদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহম্মদ বশিরুল্লাহ শুনানি করেন।

পরে ড. বশিরউল্লাহ বাংলানিউজকে বলেন, ওনার (আরিফুল হক) মায়ের শরীরের অবস্থা খুব খারাপ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ১৫ দিনের জামিন দেওয়া হয়েছে। ১৫ দিন পরে আবার নিম্ন আদালতে তাকে আত্মসমর্পণ করতে হবে।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। আরও নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।

গত বছরের ১৩ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার চার্জ (অভিযোগ) গঠন করা হয়। মামলায় কারাগারে ও জামিনে থাকা সব আসামির উপস্থিতিতে মোট ৩২ জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়।

অভিযুক্তদের মধ্যে আরিফুল হক ছাড়া আরও আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬/আপডেট: ১৯১৯ ঘণ্টা
এএএন/এনইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।