ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইসলামপুরে সদর ইউনিয়নে আ’লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ইসলামপুরে সদর ইউনিয়নে আ’লীগ প্রার্থী জয়ী

জামালপু: জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান চৌধুরী শাহীন (নৌকা প্রতীক) ৪হাজার ৭৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন (আনারস) পেয়েছেন ৪ হাজার ৬০৭ ভোট।

মাত্র ১৫২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী।

নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে৭টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলে। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৯৩২।

এ ইউনিয়নের নির্বাচনে মহিলা সদস্য পদে ১১জন ও পুরুষ সদস্য পদে ৩২জন অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।