ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগ ৭৩, স্বতন্ত্র ১৫, বিএনপি ০৬

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আ’লীগ ৭৩, স্বতন্ত্র ১৫, বিএনপি ০৬

ঢাকা: প্রথম ধাপে দেশের ৭১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাত সোয়া ১০টা পর্যন্ত বাংলানিউজের কাছে ৯৪ ইউপির ফলাফল এসে পৌঁছেছে।

যাতে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৭৩, স্বতন্ত্র ১৫ এবং বিএনপি পেয়েছে ০৬।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন।

রংপুরের পীরগাছা কল্যাণী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত।

সাতক্ষীরার সদর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৭ জন ও বিএনপির ৩, আওয়ামী লীগের বিদ্রোহী ২ ও একজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের ২ জন, বিএনপির একজন ও আওয়ামী লীগের ২ বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৮ জন, বিএনপির ২, জাতীয় পার্টির একজন ও একজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ১০ জন ও  ১ জন বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বরগুনার আমতলী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। জেলার বামনার তিনটিতে বিদ্রোহী ও একটিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী। বরগুনার পাথরঘাটা উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভোলার ৩৬টির মধ্যে ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৩ টিতেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা (নৌকা প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আরেকটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান। ভোলার চরফ্যাশন উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পাঁচ নম্বর চরঈশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হালিম আজাদ (আনারস প্রতীক) ৮ হাজার ৩০১ ভোট পেয়ে ইউনিয়ন পরিষদে (ইউপি) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরে কমলনগর উপজেলার ৪টি ও রামগতি উপজেলার ২টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬/ আপডেট ২০৩৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।