ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

দাগনভূঞায় ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
দাগনভূঞায় ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

ফেনী: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফেনীর দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ রায়হানকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ফজলুল হক ফজলুকে।



মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান রাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, রোববার (২০ মার্চ) সন্ধ্যায় দাগনভূঞা পৌর যুবলীগের সভাপতি ও স্থানীয় বাজারের ব্যবসায়ী শাহাজাহান সাজুকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করেন ছাত্রলীগ নেতা রায়হান। ঘটনার পর তার ভাড়া বাসা থেকে পুলিশ একটি এলজি, ১৫টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।