ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

দেবহাটার চার ইউনিয়নে আ’লীগের ২, বিদ্রোহী ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
দেবহাটার চার ইউনিয়নে আ’লীগের ২, বিদ্রোহী ২

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ২ ও আওয়ামী লীগের ২ জন বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) রাতে স্ব-স্ব ইউনিয়নের নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।



সূত্র মতে, দেবহাটা সদর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আবুবকর গাজী, কুলিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ইমাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মুজিবর রহমান, সখিপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন।  

এদিকে, পারুলিয়া ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল হওয়ায় ২৭ মার্চ পুনরায় ভোট গ্রহণের পর ফলাফল চূড়ান্ত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পারুলিয়ায় বিএনপির প্রার্থী গোলাম ফারুখ বাবু ২৫০ ভোটে এগিয়ে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।