ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

অনিয়মের অভিযোগে ৬৫ ভোটকেন্দ্র স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
অনিয়মের অভিযোগে ৬৫ ভোটকেন্দ্র স্থগিত

ঢাকা: বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩৪ জেলার ৬৫টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন(ইসি)।

মঙ্গলবার (২২ মার্চ) রাতে স্থগিত হওয়া মোট ৬৫টি ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে ইসি।



ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই ও ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে ৬৫ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া ভোটকেন্দ্রগুলো হলো– সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাডুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের ভাগবহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অভয়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংনিয়া সিনিয়র মাদ্রাসা, শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈখালী মহাজেরিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শৈলখালী এম ইউ দাখিল মাদ্রাসা, কলারোয়া উপজেলার কুশডাঙ্গা ইউনিয়নের কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাকদহ দাখিল মাদ্রাসা, কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ন, দেবহাটা উপচেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার যোগীপাল ইউনিয়নের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যোগীপুর ইউনিয়ন পরিষদ ভবন, পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা হাইস্কুল, দক্ষিণ বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালকাঠি ইউনিয়নের মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বড় বেকটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঠবাড়ীয়া উপজেলার ধানী সাফা ইউনিয়নের উত্তর পাতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদখালি ইউনিয়নের নলবুনিয়া দাখিল মাদ্রাসা, টিকিকাটা ইউনিয়নের গণেশ হ্যাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়মাছুয়া ইউনিয়নের ভোলমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের ৪ নং দক্ষিণ চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরগুনা সদর উপজেলার এমবালিয়াতলী ইউনিয়নের জেলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের দক্ষিণ চারপোটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনিয়া ইউনিয়নের দক্ষিণ ধনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইলিয়াছমিয়া মাধ্যমিক বিদ্যালয়, দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের চর দিদারউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর চরখলিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চর খলিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভানী ইউনিয়নের খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াখালীর সুবর্নচর উপজেলার চর জব্বর ইউনিয়নের সমিতি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা ইবতেদায়ী মাদ্রাসা, দশমিনা উপজেলার দশমিনা ইউনিয়নের সৈয়দ জাফর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব দশমিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পশ্চিমপাড় ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর বিশ্বাস ইউনিয়নের পূর্ব চরবিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউফল উপজেলার  সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের মগরিয়া কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগৈলছাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বি এইচ পি একাডেমি, বগধা ইউনিয়নের আমবৈলা কেরামতিয়া আলিম মাদ্রাসা, বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কড়াপুর পপুলার হাইস্কুল, চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্ণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ ইউনিয়নের চরামদ্দি ইউনিয়নের গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিয়ামতি ইউনিয়নের রামনগর এ আর কে জনতা মাধ্যমিক বিদ্যালয়, রহমতপুর ইউনিয়নের রামপট্টি এবতেদায়ী মাদ্রাসা, মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের কোলচারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।