ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

শিবচরে ২ মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
শিবচরে ২ মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী কাদিরপুর ইউনিয়নে বিজয়ী মেম্বার ও পরাজিত মেম্বারের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।



বুধবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে কাদিরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুপুরে এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, কাদিরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য আব্বাস মুন্সী তার সমর্থকদের নিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে তার বাড়ি যায়। চেয়ারম্যানের বাড়ি থেকে ফেরার সময় পরাজিত ইউপি মেম্বার প্রার্থী আবদুল জব্বার হাওলাদারের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়।

আহতরা হলেন- মো. চান মিয়া (২২), মো. আক্কাস হাওলাদার (১৭), মো. দেলোয়ার বেপারী (৩২), মো. চান মিয়া (৪০), আবদুর রাজ্জাক হাওলাদার (৭০), আলমগীর হাওলাদার (২২), মো. সেলিম হাওলাদার (৩৫), মাহমুদা আক্তার (৩২), ইয়াছিন (১৮), আন্না বেগম (৫০), জালাল ঢালী (৫০), ফাতেমা, বেগম (৫৫),  মো. সজিব (২০), মো. জাকির হোসেন (৪৫), আবদুল লতিফ খান (৪৫) ও ময়না বেগম ( ৪৫)।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা বাংলানিউজকে জানান, কাদিরপুর গ্রামে সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

লিখিত অভিযোগ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।