ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘সংসদ নির্বাচন দিয়ে প্রমাণ দিন আপনারা গণতান্ত্রিক’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
‘সংসদ নির্বাচন দিয়ে প্রমাণ দিন আপনারা গণতান্ত্রিক’

ঢাকা: ‘অবিলম্বে একটি সুষ্ঠু-নিরপেক্ষ সংসদ নির্বাচনের ব্যবস্থা করে পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করুন, আপনাদের সরকার আসলেই গণতান্ত্রিক। ’ 

বুধবার (২৩ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সরকারের প্রতি এ আহ্বান জানান।



প্রেসসচিব জাহাঙ্গীর আলমের পাঠানো বিবৃতিতে বদরুদ্দোজা চৌধুরীর বলেন, ইউনিয়ন পরিষদের প্রথম পর্যায়ের নির্বাচনের ফলাফল দেখে মনে হচ্ছে, শতকরা ৯৫ ভাগের বেশি ভোট আওয়ামী লীগের পক্ষে পড়েছে। যদি এটা সত্যি হয়, তাহলে কিছুদিনের জন্য পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে সংসদ পুনর্গঠন পথে সরকারের পক্ষে নৈতিক বাঁধা কোথায়?

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এমএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।