ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের প্রভাব নেই না’গঞ্জে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
হরতালের প্রভাব নেই না’গঞ্জে

নারায়ণগঞ্জ: সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জে কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে দুপুর পর্যন্ত এই রিপোর্ট লেখা পর্যন্ত নগরীতে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।



সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে শহরের সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। চলছে স্কুল কলেজও।

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়ন রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হরতালের ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে আগেই বলা হয়েছে যেকোনো নাশকতা কঠোর হাতে দমন করা হবে, এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
বিএস



 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।