ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
বগুড়ায় সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী ছবি: আরিফ জাহান - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: জামায়াতের ডাকা হরতালে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে বগুড়ায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
 
সোমবার (২৮ মার্চ) সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সাজোয়াযান ও জলমাকামান প্রস্তুত রাখা হয়েছে।

বিপুল সংখ্যক পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।
 
সকাল সাড়ে ১০টার দিকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে আইন-শৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা দেখা যায়।
 
শহরের সাতমাথাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি ৠাব সদস্যদের টহল দিতে দেখা যায়। বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসানো হয়েছে। প্রয়োজনে তল্লাশি করা হচ্ছে।
 
জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, হরতালে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পোষাকধারী পাঁচ শতাধিক পুলিশ মাঠে নামানো হয়েছে।
 
এছাড়া সাদা পোষাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। সঙ্গে একাধিক গোয়েন্দা টিম মাঠে রয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।  
 
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এমবিএইচ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।