ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালে ময়মনসিংহে জীবনযাত্রা স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
হরতালে ময়মনসিংহে জীবনযাত্রা স্বাভাবিক

ময়মনসিংহ: ‘সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার চক্রান্তের’ প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব নেই ময়মনসিংহে। সকাল থেকেই নগরীর জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।



সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল উপেক্ষা করে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া ট্রেন চলাচলও স্বাভাবিক।

দুপুরে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, গাঙ্গিনারপাড়, চরপাড়াসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে যানজট লক্ষ্য করা গেছে।

হরতালে নাশকতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে আর্মড পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম বাংলানিউজকে জানান, সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।