ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের রামনগরে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা হাসান (২৮) মারা গেছেন।

সোমবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



নিহত হাসান উপজেলার দর্শনা পৌরসভার রামনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং ঢাকা সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রদলের সদস্য।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে হাসান বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় মুজিবনগরগামী একটি আলমসাধুর সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়দিন চিকিৎসার পর সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

দর্শনা পৌর বিএনপির সভাপতি হাজী শওকত আলী এ তথ্য নিশ্চিত করেন।    

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।