ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

কিশোরগঞ্জে ১৫৪ প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
কিশোরগঞ্জে ১৫৪ প্রার্থীকে জরিমানা

কিশোরগঞ্জ: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১০৩ জন ও কটিয়াদী উপজেলায় ৫১ জন প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখায় এসব প্রার্থীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।



জেলা প্রশাসন সূত্র জানায়, রোববার (২৭ মার্চ) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার আক্তার জামিল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দুই উপজেলায় অভিযান চালায়।

অভিযানকালে বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীসহ ১০৩ জন প্রার্থী ও কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নের ৫১ জন প্রার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সোমবার তাদের কাছ থেকে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার আক্তার জামিল এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার সাঁটা ও তোরণ নির্মাণ করার দায়ে ওই প্রার্থীদের জরিমানা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।