ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফখরুল-রিজভী-সিনহাকে ছাত্রদলের অভিনন্দন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
ফখরুল-রিজভী-সিনহাকে ছাত্রদলের অভিনন্দন

ঢাকা: বিএনপির মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব পদে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ও কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান সিনহা মনোনীত হওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ছাত্রদল।

 

বিএনপির ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বুধবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ছাত্রদল নেতাদ্বয় বলেন, নতুন পদে আসীন নেতারা আগে থেকেই দলের পরীক্ষিত ও নিষ্ঠাবান নেতৃত্ব। তাদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আমরা আশা করি।

ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, দলের দুঃসময়ে তারা নিজেদের যেভাবে উজাড় করে দিয়েছেন, নতুন পদপ্রাপ্তিতে তাদের সেই ত্যাগকেই মূল্যায়ন করা হলো। যা দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে আশার এবং উদ্দীপনার সৃষ্টি করবে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।