ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘দুই মন্ত্রীর ঘটনায় সরকারের অপূরণীয় ক্ষতি হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
‘দুই মন্ত্রীর ঘটনায় সরকারের অপূরণীয় ক্ষতি হয়েছে’ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: দুই মন্ত্রীর উচ্চ আদালতে অভিযুক্ত হওয়ার ঘটনায় বর্তমান সরকারের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

‘দুই মন্ত্রীর ঘটনায় বর্তমান সরকারের বহুত ক্ষতি হয়েছে’ উল্লেখ করে বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন,‘ন্যায়-নিষ্ঠার উপরে কেউ না।

সবাইকে ন্যায়-নিষ্ঠার মধ্যে থেকেই কাজ করতে হবে। ন্যায়-নিষ্ঠা বাদ দিয়ে পৃথিবীর কেউ চলতে পারে না। বিচার ব্যবস্থাও হতে হবে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে। আমার হাতে ক্ষমতা থাকলেই আমি যা ইচ্ছা তাই করতে পারি না। এসব বিষয় নিয়ে যিনি দায়িত্বে আছেন বা যারা ক্ষমতায় আছেন তাদের আরো বেশি করে ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। ’  

অভিযুক্ত হওয়ার মন্ত্রীর পদে থাকা যৌক্তিক কি না এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলেন, আমি এই বির্তকে জড়াতে চাই না। তবে রাষ্ট্র ও সমাজের কাছে নৈতিক দিক দিয়ে সবাই দায়বদ্ধ।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে অনৈতিকতা, অন্যায় ও অবিচার কোনটিই জাতির কাছে গ্রহণযোগ্য নয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।