ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গোবিন্দগঞ্জে বিএনপির ৩২ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
গোবিন্দগঞ্জে বিএনপির ৩২ নেতাকর্মী কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলের ৩২ নেতাকর্মীরকে কারাগারে পাঠানো হয়েছে।

 

বুধবার (৩০ মার্চ) বিকেলে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক কবির আহম্মেদ, শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রিপন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আল-আমীন প্রধান, ছাত্রদল নেতা শাহ আলম প্রধান, আব্দুল মজিদ, আতিকুর রহমান রতন, হিটলু, রোয়েল, মোন্নাফ চৌধুরী ও রাহেনুল।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে সন্ত্রাস-নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় বুধবার আদালতে হাজির হয়ে আইনজীবীর  মাধ্যমে জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।