ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ধুনটে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
ধুনটে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ছয়জন সাধারণ সদস্য এবং একজন সংরক্ষিত সদস্য পদ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

বুধবার (৩০ মার্চ) বিকেলে যাচাই-বাছাইকালে নানা ভুলত্রুটির কারণে এসব মনোনয়নপত্র বাতিল করেন ইউপি নির্বাচনের রির্টানিং অফিসার।

বাতিল হওয়া সাধারণ সদস্য প্রার্থীরা হলেন, নিমগাছী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফজলুল হক, ৯ নম্বর ওয়ার্ডের রিপন সরকার, ৮ নম্বর ওয়ার্ডের রাঙ্গা মণ্ডল, চিকাশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রুবেল হক, গোপালনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম এবং এলাঙ্গী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মরিয়ম বেগম।

এছাড়া মনোনয়নপত্র বাতিল হওয়া সংরক্ষিত সদস্য প্রার্থী হলেন গোসাইবাড়ী ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের রহিমা খাতুন।

ধুনট উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ধুনট উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (২৭ মার্চ) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এতে ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৫ জন, সাধারণ সদস্য পদে ৩৬৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

যাচাই-বাছাই শেষে ছয়জন সাধারণ সদস্য প্রার্থী এবং একজন সংরক্ষিত সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।