ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়া স্বাধীনতার ঘোষক নন, চ্যালেঞ্জ ডেপুটি স্পিকারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
জিয়া স্বাধীনতার ঘোষক নন, চ্যালেঞ্জ ডেপুটি স্পিকারের

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া বলেছেন স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন। তবে বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক।

 

তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কেউ এর প্রমাণ দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

বুধবার (৩০ মার্চ) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার বিশেষ উদ্যোগ হলো ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যমআয়ের দেশে পরিণত করা। কিন্তু আমি আশা করছি দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। শুধু তাই নয়, ২০৪১ সালের আগেই এশিয়ার মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সফিউজ্জামান ভূঁইয়া,  ভাইস চেয়ারম্যান মহিবুল ইসলাম নয়ন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাকছুদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।