ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রিজার্ভ চুরি

যোগ্য পেশাজীবীদের দিয়ে তদন্ত কমিটি গঠনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
যোগ্য পেশাজীবীদের দিয়ে তদন্ত কমিটি গঠনের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি যোগ্য পেশাজীবীদের নিয়ে তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক।

 

 
শুক্রবার (০১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।


 
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের ভেতরের লোক ছাড়া এ চুরি সম্ভব নয়। ফিলিপাইনের সরকার ও সংসদ সদস্যরা সংসদে তোলপাড় করে ফেলছে, তদন্ত হচ্ছে। অথচ আমাদের দেশে সংসদ সদস্যরা বা সরকারের পক্ষ থেকে কিছু স্পষ্ট করা হচ্ছে না। দেশের মানুষ আংশকা করছে যে সরকারের ভেতরের লোক এর সঙ্গে জড়িত।
 
ফারুক বলেন, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় দিয়ে তদন্ত করলে হবে না। সরকারের বাইরে যোগ্য পেশাজীবীদের নিয়ে একটি তদন্ত কমিটি করে তাদের দিয়ে তদন্ত করতে হবে।
 
দু’মন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি বলেন, দুই মন্ত্রী সাজা হলেও তারা পদত্যাগ করেননি। এতে প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রয়োজন কি? তারা তো নৈতিক উস্ফালন হারিয়েছে। অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত।
 
ইউপি নির্বাচন সম্পর্কে ফারুক বলেন, ইউপি নির্বাচনে নির্লজ্জ কারচুপি করেছে সরকার। আগেই তারা অনুপাত ঠিক করে রেখেছে কাকে কতটি দেবেন। সরকারের প্রহসনের এ গণতন্ত্র মানুষ চায় না।
 
খালেদা জিয়া, মির্জা ফখরুলসহ অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এসব মিথ্যা মামলা আইনে টিকবে না। প্রধান বিচারপতি বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় যে উদ্যোগ নিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাই।
 
সভায় সংগঠনের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
আরইউ/এসএ/জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।