ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় বিএনপির মিছিলে বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
নেত্রকোনায় বিএনপির মিছিলে বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: পুলিশের বাধায় নেত্রকোনা জেলা বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে শনিবার (০২ এপ্রিল) দুপুরের দিকে শহরের ছোটবাজার দলীয় কার্যালয় থেকে মিছিল বের করতে চাইলে নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ।

পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা স্থগিত করে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান, সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান তালুকদার, সহ সভাপতি অ্যাড. মাহফুজুল হক, সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশু, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাসুদ, মনি চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্রদলের ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল হাসান আরিফ, জেলা মহিলা দলনেত্রী সাবিনা দেওয়ান রনু, আছিয়া আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।