ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
বরিশালে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

বরিশাল: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।

 

শনিবার (০২ এপ্রিল) জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা নগরের সদর রোডের দলীয় কার্যলয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাড. হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।

এছারা নগরীর চৌমাথা এলাকা থেকে আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।